Daily Sunshine

করোনায় ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড মৃত্যু

Share

সানশাইন ডেস্ক : করোনাভাইরাসে ফ্রান্সে একদিনেই রেকর্ড এক হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৩২৮। ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৯ জন। সব মিলিয়ে ১ লাখ ৯০ হাজার ৬৯ জন।

এদিকে যুক্তরাষ্ট্রেও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। আজও নতুন করে ১ হাজার ৩৭৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে করোনায় আক্রান্ত হয়ে। এখন পর্যন্ত সবচেয়ে করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৩ লাখ ৮৬ হাজার ১৯৬ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১২ হাজার ২৪৬ জনের।

মৃত্যুর দিক দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালি। দেশটিতে সব মিলিয়ে করোনায় মারা গেছেন ১৭ হাজার ১২৭ জন। মৃত্যুর হার কিছুটা কমলেও নতুন করে এই তালিকায় যুক্ত হয়েছেন ৬০৪ জন। স্পেনেও থামছে না মৃত্যুর মিছিল। দেশটিতে নতুন করে মারা গেছেন ৫৫৬ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৯৭ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে করোনায় মারা গেছেন ৭৮৬ জন। সব মিলিয়ে সংখ্যা দাঁড়াল ৬ হাজার ১৫৯ এ। এর বাইরে বেলজিয়ামে নতুন করে ৪০৩ (সব মিলিয়ে ২ হাজার ৩৫), নেদারল্যান্ডসে ২৩৪ (সব মিলিয়ে ২ হাজার ১০১), ইরানে ১৩৩ (সব মিলিয়ে ৩ হাজার ৮৭২) এবং তুরস্কে ৭৬ জন (সব মিলিয়ে ৭২৫) জন মারা গেছেন।

সানশাইন/০৮ এপ্রলি/এমওআর

এপ্রিল ০৮
১২:০৮ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

ঈদুল ফিতর : গুরুত্ব ও তাৎপর্য

ঈদুল ফিতর : গুরুত্ব ও তাৎপর্য

ড. মোঃ আমিনুল ইসলাম : আরবী ঈদ শব্দটি ‘আওদ’ শব্দমূল থেকে উদ্ভূত। এর আভিধানিক অর্থ হল প্রত্যাবর্তন করা, বার বার ফিরে আসা। মুসলমানদের জীবনে চান্দ্র বৎসরের নির্দিষ্ট তারিখে প্রতি বছরই দুটি উৎসব বর্তমান! এই দিন দুটি সুনির্দিষ্ট সময়ে ফিরে ফিরে আসে। তাই দিন দুটিকে ঈদ বলা হয়। ফিতর শব্দের অর্থ

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

বিআইডব্লিউটিএ’কে পিপিই ও মাস্ক দিল বসুন্ধরা গ্রুপ

বিআইডব্লিউটিএ’কে পিপিই ও মাস্ক দিল বসুন্ধরা গ্রুপ

সানশাইন ডেস্ক : করোনাকালে দুর্গতদের জন্য কাজ করে যাচ্ছে দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। দেশ ও দেশের মানুষের কল্যাণে নিয়োজিত বসুন্ধরা গ্রুপ করোনা ভাইরাস থেকে রক্ষায় এবার নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-কে পিপিই এবং মাস্ক হস্তান্তর করেছে। বুধবার (২০ মে) মতিঝিলে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের

বিস্তারিত