Daily Sunshine

বগুড়ায় বিয়ের আগেই ঝরে গেলো যুবকের তাজা প্রাণ 

Share

মিন্টু ইসলাম (শেরপুর বগুড়া) প্রতিনিধিঃ বাড়ি থেকে যাচ্ছিলেন কর্মসংস্থান বগুড়ায়। পথে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঝরে গেল যুবকের প্রাণ। এলাকাবাসী বলেন নতুন বিবাহের জন্য পাত্রী সন্ধান করছিলেন তিনি। নতুন বিবাহ আর করা হলো না।

 

গতকাল বুধবার ১৫ সেপ্টেম্বর ২১ ইং বগুড়া শেরপুর রামেশ্বরপুর আকন্দপাড়া গ্রামের নগর জিএম সিনিয়র ফাযিল মাদ্রাসার সাবেক উপধ্যক্ষ মাওলানা শামসুদ্দিন এর ছেলে আতিকুর রহমান ও উমায়ের। বগুড়া যাওয়ার পথে নয়মাইল যমুনা গ্যাস কোম্পানি লিমিটেড এর উত্তরে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২ ঘটিকায় ইন্তেকাল করেন।দশ ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। বগুড়া শাখার ফোকাস কোচিং সেন্টারের সাবেক পরিচালক ছিলেন তিনি। এছাড়া সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজে তার ভূমিকার কথা এলাকাবাসী উল্লেখ করেন।

সেপ্টেম্বর ১৬
২২:৫৭ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]

সর্বশেষ