Daily Sunshine

রাজশাহীতে নারীর ব্যাগ ছিনতাইকালে গ্রেফতার এক

Share

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ১ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ও টাকা উদ্ধার হয়। গ্রেফতারকৃত সম্রাট (২৬) নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়ীয়া গোবিন্দপুর চাইপাড়ার মৃত মাসুমের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মোসাঃ নিলুফা বেগম (৪২) নামের এক নারী চাঁপাইনবাবগঞ্জ হতে ব্যাটারী চালিত ইজিবাইক যোগে কাশিয়াডাঙ্গা রহমান পেট্রোল পাম্পের সামনে এসে নামেন। সন্ধ্যা ৭.১৫ টায় পায়ে হেঁটে কাশিয়াডাঙ্গা মোড়ে যাওয়ার পথে সেলিমে হোটেলের সামনে পৌঁছা মাত্রই আসামী সম্রাট পিছন হতে নিলুফা বেগমের কাছে থাকা একটি হাত ব্যাগ জোরপূর্বক কেড়ে নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। হাত ব্যাগের মধ্যে ২ টি মোবাইল ও নগদ টাকা ছিলো।

এসময় নিলুফা ছিনতাইকারী বলে চিৎকার করতে থাকলে পাশেই ডিউটিরত কাশিয়াডাঙ্গা থানার পুলিশ স্থানীয় লোকজনদের সহায়তায় ঘটনাস্থল হতে আসামী মোঃ সম্রাটকে আটক করে। এসময় আসামীর কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও টাকা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

সানশাইন/০৬ আগস্ট/রনি

আগস্ট ০৬
২০:৪৬ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]