Daily Sunshine

বগুড়া শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে   ১০ শতক সরকারি খাস জমি উদ্ধার

Share
মিন্টু ইসলাম (শেরপুর বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাস (সরকারি) জমি উদ্ধার করা হয়েছে।
 ৩ জুলাই মঙ্গলবার দিনব্যাপি এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) সাবরিনা শারমিন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শেরপুর উপজেলার মির্জাপুর হাটে ১০ শতক খাস জমি দখল করে ১২টি অবৈধ স্থাপনা  (দোকান) নির্মাণ করা হয়েছিল। সেখানে অভিযান চালিয়ে স্থাপনাগুলো উচ্ছেদ ও খাস জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা জমির মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্য ও ভূমি অফিসের স্টাফ বৃন্দ সার্বিক সহযোগিতা করেন।
এব্যাপারে এসি ল্যান্ড জনাব  সাবরিনা শারমিন বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি উদ্ধার করা হয়েছে। সরকারি  স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
আগস্ট ০৪
১৫:৩৩ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]