Daily Sunshine

ইসরায়েল সৈন্যর গুলিতে মরলো ফিলিস্তিনি কিশোর 

Share

সানশাইন ডেস্ক

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি এক কিশোরের মৃত্যু হয়েছে। পশ্চিমতীরে ইসরায়েলের আগ্রাসন ও অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিয়েছিল ওই কিশোর। বিক্ষোভে ইসরায়েলি বাহিনী গুলি চালালে সে গুলিবিদ্ধ হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

১৭ বছর বয়সি ওই কিশোরের নাম মোহাম্মদ মুনির আল তামিমি। নাবি সালেহ গ্রামে বিক্ষোভের সময় তার পেটে গুলি করে ইসরায়েলি বাহিনী। গুরুতর আহত এই কিশোর পরে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

তামিমির মায়ের দাবি, ইসরায়েলি বাহিনী তাকে ঠাণ্ডা মাথায় খুন করেছে। একটি ভিডিও দেখা গেছে, ইসরায়েলি বাহিনী তার ঘরের দরজা খুলে শরীরে গুলি করে।

গত শুক্রবারের বিক্ষোভে ইসরায়েলি হামলায় ১৪৬ ফিলিস্তিনি আহত হওয়ার পর তামিমির মৃত্যুর ঘটনা ঘটল। পশ্চিম তীরের বেইতা গ্রামে এটি ৯ম লাইভ ফায়ারে হত্যার ঘটনা।

তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সহিংসতায় তাদের দু’জন সেনা আহত হয়েছেন।

সূত্র: মিডল ইস্ট আই।

 

জুলাই ২৫
১৭:৩৬ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]