Daily Sunshine

সান্তাহারে বাড়ির উঠানে গাঁজা চাষ, যুবক আটক

Share

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বসত বাড়ির উঠানে গাঁজার চাষ করায় আজিজুল ইসলাম শান্ত (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে ফাঁড়ির পুলিশ। এসময় ছোট বড়ো ৪টি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ৯ টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের কাশিমিলা এলাকায় বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবক এলাকার জবায়দুল ইসলাম সবদুলের ছেলে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ বলেন, আজিজুল ইসলাম শান্ত দীর্ঘদিন ধরে তার বসত বাড়ির উঠোনে গাঁজা গাছ লাগিয়ে চাষ করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ছোট বড় মিলে ৪টি গাঁজা গাছ উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

সানশাইন/১১ জুলাই/রনি

জুলাই ১১
২০:৪৩ ২০২১

আরও খবর