Daily Sunshine

বগুড়া শেরপুরে ভেঙে যাওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে বিভাগীয় কমিশনার 

Share

মিন্টু ইসলাম (শেরপুর বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের খানপুরে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ভেঙ্গে যাওয়া ঘর পরিদর্শন করেছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর। শুক্রবার (৯জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তিনি উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী বুড়িগাড়ি খালের পার্শ্বের আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেন।

 

এ সময় বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হকসহ পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগসহ উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। পরিদর্শকালে তিনি স্থানীয় সুবিধাভোগীদের সাথে কথা বলেন।

 

উল্লেখ্য, বগুড়া শেরপুর উপজেলার ওই স্থানে ২২টি আশ্রয়ন ঘরের মাঝে ৮টি ঘর সম্প্রতি ভেঙ্গে পড়ে। এনিয়ে জাতীয় ও স্থানীয় ও টিভি চ্যানেল এবং গণমাধ্যমে প্রচার হলে সারাদেশে তোলপাড় হয়। এছাড়া ও অনিয়মের অভিযোগে শেরপুরের সাবেক ইউএনও মো. লিয়াকত আলী সেখকে ওএসডিও করা হয়।

জুলাই ০৯
২২:৫৬ ২০২১

আরও খবর