Daily Sunshine

বগুড়া শেরপুরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর নিহত     

Share
মিন্টু ইসলাম (শেরপুর বগুড়া) প্রতিনিধিঃ     বগুড়ার শেরপুরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর আসাদুল ইসলাম (৪৫) খুন হয়েছেন। বৃহস্পতিবার (৮ জুলাই) রাত ১০টার দিকে শেরপুর থানার ভবানীপুর ইউনিয়নের পারভবানীপুর গ্রামে খুনের ঘটনা ঘটে। নিহত আসাদুল একই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
জানা গেছে, একই গ্রামের শাহিন আকন্দের ছেলে সাব্বির নামের এক যুবক আসাদুলের মেয়ে শিমুর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক বছর আগে আসাদুলের মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে সাব্বিরকে বিয়ে করেন। কিন্তু আসাদুল মেয়ে-জামাইকে মেনে নেন না। বেশ কয়েক দফা গ্রামে দরবার করে ৪-৫ মাস পুর্বে আসাদুল জামাই মেয়েকে মেনে নেন। এরপর থেকে জামাই সাব্বির শ্বশুরের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। এ নিয়ে জামাই এর শ্বশুরের বিরোধ চলে আসছিল।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে আসাদুল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি তিনমাথা নামক স্থানে যৌতুকের টাকা নিয়ে জামাই-শ্বশুরের মধ্যে ঝগড়া শুরু হয়। এ সময় জামাই সাব্বির শ্বশুর আসাদুলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তাকে আহত অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, আসাদুলের বুকে ছুরি দিয়ে আঘাতে ১টি চিহ্ন দেখা গেছে। ঘটনার পরপরই জামাই সাব্বির পালিয়ে গেছে তাকে গ্রেফতার করার জন্য অভিযান চলছে। নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করেছে।
জুলাই ০৯
১৪:৫৩ ২০২১

আরও খবর