Daily Sunshine

২৪ ঘন্টায় রাজশাহী বিভাগে আরও ২০ জনের মৃত্যু

Share

স্টাফ রিপোর্টার : গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী বিভাগে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যায়। এ নিয়ে এই বিভাগের আট জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯১০ জনে। একই সময়ে বিভাগের আট জেলায় নতুন করোনা শনাক্ত রোগী পাওয়া গেছে ৮৫১ জন।

শুক্রবার দুপুরে পাঠানো রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় বিভাগে সবচেয়ে বেশী ১১ জন মারা গেছে বগুড়া জেলায়। যা জেলার অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার এ জেলায় মৃতের সংখ্যা ছিল পাঁচজন।

এছাড়াও গত ২৪ ঘন্টায় রাজশাহীতে চারজন, চাঁপাইনবাবগঞ্জে একজন, নওগাঁয় তিনজন ও নাটোরে একজনের মৃত্যু হয়েছে। এদিন জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ জেলায় কেউ মারা যায়নি।

অপরদিকে, রাজশাহী বিভাগের আট জেলায় একদিনে ৮৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশী পাবনায় ২৪৪ জন। বাকি জেলাগুলোর মধ্যে, রাজশাহীতে ২৪১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪০ জন, নওগাঁয় ৪৯ জন, নাটোরে ৭৮ জন, জয়পুরহাটে ৩১ জন, বগুড়ায় ১০০ জন, সিরাজগঞ্জে ৬৮ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্ত বেড়ে দাঁড়াল ৫৭ হাজার ৮৮৪ জন।

সানশাইন/০২ জুলাই/রনি

জুলাই ০২
১৯:৪৫ ২০২১

আরও খবর