Daily Sunshine

আরএমপি’র অক্সিজেন ব্যাংকে সিলিন্ডার দিলেন এমপি বাদশা

Share

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ‘পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক’ এ অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

মঙ্গলবার দুপুরে ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ এমপি ফজলে হোসেন বাদশার পক্ষে আরএমপি সদর দপ্তরে গিয়ে অক্সিজেন সিলিন্ডারগুলো বুঝিয়ে দেন। আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস সিলিন্ডারগুলো বুঝে নেন। এ সময় নগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, সম্পাদকমণ্ডলির সদস্য নাজমুল করিম অপু, সদস্য সীতানাথ বণিক, জেলা কমিটির সদস্য কামরুল হাসান সুমন, ১৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আমিনুল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চঞ্চল প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনা আক্রান্ত ব্যক্তিদের বিনামূল্যে সেবা দিতে অক্সিজেন ব্যাংক চালু করেছে আরএমপি। এই ব্যাংকের সক্ষমতা বাড়াতে অক্সিজেন সিলিন্ডার দিলেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

 

সানশাইন/২৯ জুন/রনি

জুন ২৯
২০:৩৩ ২০২১

আরও খবর