Daily Sunshine

আসছে ফ্যামিলি ম্যানের সিজন ৩

Share

সানশাইন ডেস্ক : মনোজ বাজপেয়ী-প্রিয়ামনি-সামান্থা আক্কিনেনি অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ব্যাপক সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। এরইমধ্যে খবর বেরিয়েছে আসছে সিজন ৩। নতুন মৌসুমের জন্য প্রস্তুতি চলছে। বিষয়টি জানিয়েছেন সিরিজটির পরিচালক জুটি রাজ ও ডি কে।

সিজন ৩-এ রয়েছে বড় চমক। এই সিজনে দেখা যাবে কন্নড় ছবির সুপারস্টার বিজয় সেথুপথিকে। বিজয়ের ঝুলিতে রয়েছে ‘অসুরান’, ‘সুপার ডিলাক্স’, ‘সেথুপথি’, ‘লাবাম’র মতো হিট ছবি। জানা যায় সিজন ২-তে বিজয় সেতুপথিকে শ্রীলঙ্কান জঙ্গি দলের নেতার চরিত্রটি অফার করা হলেও তিনি প্রস্তাব ফিরিয়ে দেন। নিজেই অভিনেতা মাইম গোপির নাম প্রস্তাবিত করেন নির্মাতাদের কাছে।

সিজন ৩ প্রসঙ্গে নির্মাতা জুটি জানান, এই সিজনের জন্য কনসেপ্ট ও আইডিয়া তৈরি। কিন্তু এখন গল্পের আকার ও গঠন নিয়ে ব্যস্ত তারা।

 

সানশাইন/২০ জুন/রনি

জুন ২০
১৯:৫৬ ২০২১

আরও খবর