আরএমপির মতিহার ক্রাইম বিভাগের বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মতিহার ক্রাইম বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার নগরীর মতিহার, কাটাখালী ও বেলপুকুর থানা এলাকায় বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক।
সকালে কাটাখালী থানার মাসকাটাদিঘী বহুমুখী কারিগরি উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে মতিহার থানার ভাল্লুক পুকুর খড়খড়ি ও বেলপুকুর থানার ভড়ুয়া পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মজিদ আলী, উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফুদ্দিন শাহীন, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মনিরুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম, মতিহার ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার একরামুল হক প্রমুখ।


প্রকাশিত: আগস্ট ১৫, ২০২২ | সময়: ৫:৪৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর