Daily Sunshine

নাটোরে আজ থেকে ৭ দিনের লকডাউন শুরু

Share

সানশাইন ডেস্ক : নাটোর ও সিংড়া পৌর এলাকায় আজ বুধবার সকাল থেকে ১৫ জুন পর্যন্ত সাত দিনের জন্য সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার মধ্য রাতে নাটোরের জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে ওষুধসহ জরুরি সেবা সার্ভিস ছাড়া সব কিছু বন্ধ থাকবে।

এ সময়ে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না। সভায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তিনজন সংসদ সদস্য, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ সংশ্লি­ষ্টরা অংশ নেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সবশেষ ২৪ ঘণ্টায় নাটোর জেলায় সংক্রমণের হার ছিল ৬২ ভাগ। ৬৭ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জন সংক্রমিত হয়েছেন। ৪২ জনের মধ্যে নাটোর পৌর এলাকায় আক্রান্ত হয়েছেন ২৭ জন।

অপরদিকে নাটোর হাসপাতালে চিকিৎসাধীন ৩৯ জনের মধ্যে ৬ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে ৩৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

সানশাইন/০৯ জুন/রনি

জুন ০৯
১৯:৪৯ ২০২১

আরও খবর