Daily Sunshine

চারঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Share

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাটে পুকুরের পানিতে ডুবে রোহান হোসেন (০৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। রোহানের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (০৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের বামুনদিঘী এলাকার হযরত আলীর পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মৃত রোহান হোসেন বামুনদিঘী গ্রামের মোজাফফর আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য শিপন উদ্দীন জানান, মৃত রোহান হোসেন ও রহমান নামে আরেকজন শিশু জুম্মার নামাজে যাবার জন্য বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। তারা কেউই সাঁতার জানতো না। গোসল করতে গিয়ে দীর্ঘ সময় পরেও ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজতে গেলে পুকুর পাড়ে দুই জোড়া সেন্ডেল দেখতে পান

পরে পুকুরের মাঝখান থেকে দুই শিশুকে উদ্ধার করা হলে রহমান জীবিত থাকলেও রোহানকে বাঁচানো সম্ভব হয়নি। চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রোহানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সানশাইন/০৪ জুন/রনি

জুন ০৪
২০:৪৪ ২০২১

আরও খবর