Daily Sunshine

রাজশাহী বিভাগে করোনায় আরও পাঁচজনের মৃত্যু

Share
corona dat

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগে করোনাভাইরাসে একদিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০১ জুন) তাঁদের মৃত্যু হয়। বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় বিভাগের চাঁপাইনবাবগঞ্জে তিনজন, রাজশাহীতে একজন এবং নাটোরে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৫৬৯ জনের মৃত্যু হলো।

এর মধ্যে সর্বোচ্চ ৩১৫ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৮৭ জন মারা গেছেন রাজশাহীতে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৪০ জন, নওগাঁয় ৪৩ জন, নাটোরে ২৬ জন, জয়পুরহাটে ১২ জন, সিরাজগঞ্জে ২৪ জন এবং পাবনায় ২২ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিভাগে নতুন ৪২৭ জন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগের ৭৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ২৮৪ জন। এদের মধ্যে ৩১ হাজার ৬১৩ জন সুস্থ হয়েছেন। রাজশাহী বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৯২৮ জন কোভিড-১৯ রোগী।

সানশাইন/০২ জুন/রনি

জুন ০২
২১:৩৬ ২০২১

আরও খবর