Daily Sunshine

শ্রীমঙ্গলে এক দিনে ১৪ জন করোনায় আক্রান্ত

Share
অরবিন্দ দেব,শ্রীমঙ্গল প্রতিনিধি  :মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আরও ১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১২জন সিন্দুর খান সড়কের বাসিন্দা। তারা গত সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ থেকে শ্রীমঙ্গলে এসেছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ২৩ জনের নমুনা পরীক্ষা করে ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
আর শ্রীমঙ্গলের ২৫ জনের মধ্যে ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
শুক্রবার রাতে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দীন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী ও শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন চাঁপাই থেকে আসা করোনা শনাক্ত রোগিদের বাসা লকডাউন করে যান।
এদের নমুনা সংগ্রহ করা হয় ২৭ মে।
শুক্রবার ২৮ মে শ্রীমঙ্গলে ১৪ জনের করোনা পজেটিভ এর রেজাল্ট এসেছে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অরবিন্দ দেব
মে ২৯
১৯:৪৭ ২০২১

আরও খবর