Daily Sunshine

নাচোলে সড়ক দুর্ঘটনায় ৩ শ্রমিক নিহত

Share

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসুরায় ট্রাক ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে তিন ধান কাটার শ্রমিক নিহত হয়েছে। এ সময় আরো ছয়-সাত জন শ্রমিক গুরুতর আহত হয়েছে।

শনিবার (১৫ মে) সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে রেজাউল করিম, তোসিকুল ইসলাম এবং আলাউদ্দিন হক। আহতদের নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, আড্ডা থেকে নাচলে অভিমুখে আসা একটি ধান ও ধানের চারা ভর্তি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে যাওয়া একটি ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের ওপরে থাকা শ্রমিকরা ছিটকে রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ও ছয় থেকে সাতজন শ্রমিক আহত হয়। আহতদের স্থানীয়রা ও ফায়ার-সার্ভিস কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

নাচোল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ইব্রাহিম হোসেন স্থানীয়দের বরাত দিয়ে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

সানশাইন/মে ১৫/ইউ

 

মে ১৫
১০:২৯ ২০২১

আরও খবর