Daily Sunshine

রাবির দায়িত্বপ্রাপ্ত ভিসি আনন্দ কুমার

Share

রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ড. আনন্দ কুমার সাহাকে। বিদায়ী ওসি আবদুস সোবহান এর বিদায়ের পরে আজ বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শামীমা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেয়া হয়। সে পরবর্তী ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত নিজ বেতনে অতিরিক্ত ভিসির দায়িত্ব পালন করবেন প্রো-ভিসি আনন্দ কুমার সাহা।

আনন্দ কুমার সাহা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক। এর আগে তিনি রাবি শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি মাগুরা জেলায়।

এদিকে দায়িত্ব পাওয়ার পর গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে তিনি দফতরে উপস্থিত হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন।

সানশাইন/মে ৬/ইউ

মে ০৬
১৯:৪৪ ২০২১

আরও খবর