Daily Sunshine

দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন রাজশাহীর ডিসি

Share

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস পরিস্থিতিতে বেকায়দায় পড়া রাজশাহীর দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) বিকালে রাজশাহী রিভারভিউ কালেক্টরেট স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে ২০০ জন মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) আবদুল জলিল।

প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ লিটার করে সয়াবিন তেল দেয়া হয়।

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাহানা আক্তার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষ ও আইসিটি) কল্যাণ চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সানশাইন/২৮ এপ্রিল/রনি

এপ্রিল ২৮
২০:৫১ ২০২১

আরও খবর