Daily Sunshine

সোমবার থেকে ১ম ডোজ টিকা দেওয়া বন্ধ: স্বাস্থ্য অধিদপ্তর

Share

সানশাইন ডস্কে: পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোমবার (২৬ এপ্রিল) থেকে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ থাকবে।

রোববার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম মে মাসের প্রথম সপ্তাহে দেশে ২১ লাখ ডোজ টিকা আসবে বলে প্রত্যাশা করছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২৪ এপ্রিল পর্যন্ত ৫৭ লাখ ৯৮ হাজার ৮৮০ জনকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। গত ৮ এপ্রিল দ্বিতীয় ডোজ দেওয়া শুরুর পর এ পর্যন্ত ২১ লাখ ৫৫ হাজার ২৯৬ জন এই টিকা নিয়েছেন।

সব মিলিয়ে ৭৯ লাখ ৫৪ হাজার ১৭৬ জনকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে। সে হিসাবে স্বাস্থ্য অধিদপ্তরের হাতে এখন টিকা আছে ২২ লাখ ৪৫ হাজার ৮২৪ ডোজ।
সানশাইন/২৫এপ্রলি/ইউ

 

এপ্রিল ২৫
১৯:৫৭ ২০২১

আরও খবর