Daily Sunshine

২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে করোনায় আরও দুইজনের মৃত্যু

Share

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার বিভাগের জয়পুরহাট ও বগুড়ায় একজন করে এ দুজনের মৃত্যু হয়। রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪২৩ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৬৮ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ জন মারা গেছেন রাজশাহীতে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৭ জন, নাটোরে ১৪ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ১৮ জন এবং পাবনায় ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার বিভাগে নতুন ২৭২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এ দিন সুস্থ হয়েছেন ২৬ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৪৬৮ জন। এদের মধ্যে ২৫ হাজার ১২৫ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ২৪১ জন কোভিড-১৯ রোগী।

 

 

সানশাইন/১১ এপ্রিল/রনি

এপ্রিল ১১
১৯:১৮ ২০২১

আরও খবর