Daily Sunshine

নাটোরে ১৪ জনের ১০ জনই করোনা পজিটিভ

Share

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে ১৪ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের রেজাল্ট পজিটিভ এসেছে। শুক্রবার নতুন করে এই ১০ জন করোনায় আক্রান্ত হওয়ায় জেলায় মোট আক্রান্তে সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫৮ জনে।

এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে নমুনা পরীক্ষার জন্য একমাত্র কেন্দ্র হওয়ায় মানুষকে দুভোর্গ পোহাতে হচ্ছে। এছাড়া এই কেন্দ্রে সর্বোচ্চ ২০ জনের নমুনা পরীক্ষার রেজাল্ট বের করা সম্ভব। ফলে নমুনা দিয়ে অনেককেই রাজশাহী বা ঢাকাস্থ ল্যাবের রেজাল্টের ওপর নির্ভর করতে হয়। ফলে নমুনা দিয়ে অনেককেই রেজাল্টের জন্য দীর্ঘদিন ধরে ঘুরতে হচ্ছে।

নাটোর সিভির সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) হাফিজার রহমান জানান, রাজশাহী থেকে রেজাল্ট পেতে কয়েকদিন অপেক্ষা করতে হয়। ইতিমধ্যে গত এক সপ্তাহে পাঠানো প্রায় শতাধিক রিপোর্ট এখনও পাওয়া যায়নি। শুক্রবার ১৪ জনের নমুনা পরীক্ষার পর ১০ জনের রেজাল্ট পজেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

জেলা সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বলেন, রাজশাহীর সাথে কথা বলার পর সেখান থেকে দ্রুত সময়ের মধ্যে রেজাল্ট প্রেরণের কথা নিশ্চিত করা হয়েছে।

 

এপ্রিল ০৯
১৯:৫৫ ২০২১

আরও খবর