
সানশাইন ডেস্ক : পঞ্চম ধাপে পৌর নির্বাচনে বগুড়া পৌরসভার নব নির্বাচিত মেয়র ও ২৭ জন ওয়ার্ড কাউন্সিলর মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একযোগে শপথ নিচ্ছেন। তখন সদ্য নির্বাচিত ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম কারাগারে থাকায় জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সে শপথ নিলেন।
গত ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত এই পৌরসভা নির্বাচনে বিজয়ী হওয়ার পর উচ্চ আদালতে জামিন জালিয়াতি মামলায় ৪ মার্চ কারাগারে যায় আমিনুল।
পৌরসভা সদ্য নির্বাচিত জন প্রতিনিধিরা শপথ নেয় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। বগুড়া কারাগার থেকে নব নির্বাচিত কাউন্সিলর আমিনুল ইসলামকে শপথ গ্রহণের জন্য নেয়া হয় জেলা প্রশাসকের কার্যালয়ে। সেখানে ভিডিও কনফারেন্সে মাধ্যমে তাকে শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর।
সদ্য শপথ গ্রহণ করা কাউন্সিলর আমিনুল ইসলাম জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি। নির্বাচনে অংশ গ্রহণের আগে মোটর মালিক গ্রুপের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে নির্বাচনী প্রচারণা অংশ নেয়।
পরে উচ্চ আদালত জামিনকে ভুয়া বলে আমিনুলসহ ওই মামলার ৩০জন আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেন। শপথ গ্রহণের সময় জেলা প্রশাসক জিয়াউল হক এবং আমিনুলের স্বজনরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে তাকে বগুড়া কারাগারে নেয়া হয়েছে।
সানশাইন/২৩ মার্চ/রনি