
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সাংবাদিকদের ডিজিটাল ও শারীরীক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক তৈরির প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রাজশাহী মহানগরীর কাজিহাটায় এনজিও ফোরামে তিন দিনের এই কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রশিক্ষক তৈরিতে নিউজ নেটওয়ার্ক এর আয়োজন করেছে।
সোমবার সকালে সেশানের উদ্বোধন করেন আন্তর্জাতিক দাতা সংস্থা ইন্টার নিউজের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ মইনউদ্দীন আহমদ। বক্তব্য রাখেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও প্রধান নির্বাহী মো. শহিদুজ্জামান ও সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ উপস্থিত ছিলেন। এ সময় নিউজ নেটওয়ার্কের কর্মকর্তা রেজাউল করিম উপস্থিত ছিলেন।
পরে সেশান পরিচালনা করেন প্রশিক্ষক আশরাফুল হক। কর্মশালায় রাজশাহীর ১২ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। প্রথম দিনে তারা সংবাদিকদের ডিজিটাল ও শারীরীক নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। বুধবার কর্মশালার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবদুল জলিলের সনদ বিতরণের কথা রয়েছে।
সানশাইন/২২ মার্চ/রনি