
স্টাফ রিপোর্টার : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)। বুধবার সকালে আরসিআরইউ’র সভাপতি এম ওবাইদুল্লাহ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল বিদ্যুৎ এর নেতৃত্বে রাজশাহী কলেজ প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিটির প্রধান পৃষ্ঠপোষক রাজশাহী কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোহা: আব্দুল খালেক, সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, উপদেষ্টা ও বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান। এসময় আরসিআরইউ’র সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, অর্থ সম্পাদক মাহাবুল ইসলাম, দপ্তর সম্পাদক হাসনাত হাকিম, নির্বাহী সদস্য আবু সাঈদ রনি, সহযোগী সদস্য পলি রানি, বরুদ্দোজা, সজিবুল হৃদয়, আফসানা মিমি প্রমূখ উপস্থিত ছিলেন। পরে আরসিআরইউ কার্যালয়ে ‘বঙ্গবন্ধু ও স্বাধীন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুুষ্ঠিত হয়।
সানশাইন/১৭ মার্চ/রনি