
সানশাইন ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লে মাঝপথেই অমর একুশে গ্রন্থমেলা বন্ধ করা হতে পারে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। মঙ্গলবার (১৬ মার্চ) বাংলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, যদি মেলা শুরুর পর করোনা সংক্রমণ বেড়ে যায়, তাহলে বন্ধ করে দিতে হতে পারে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলা একাডেমি আয়োজিত মেলাটি এবার উৎসর্গ করা হচ্ছে মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির উদ্দেশ্যে। এবারের বই মেলার মূল থিম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।
বৃহস্পতিবার বিকেল ৩টায় গণভবন থেকে ভার্চুয়ালি বই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দিন তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেকা ‘আমার দেখা নয়া চীন’ গ্রন্থের ইংরেজি অনুবাদের মোড়কও উন্মোচন করবেন।
সানশাইন/১৬ মার্চ/রনি