
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিশ্ব ভোক্তা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জের এডিশনাল ডিআইজি জয়দেব ভট্টাচার্য্য, উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল, রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ডাট্রিজের সহ-সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী ক্যাবের সভাপতি কাজী গিয়াস।
স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী। প্রেজেন্ট্রেশন উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক মাসুম আলী।
উপস্থিত ছিলেন, পবা উপজেলা ক্যাব কমিটির সদস্যবৃন্দ, মহানগরীর বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও আমনন্ত্রিত অতিথিবৃন্দ।
সানশাইন/১৫ মার্চ/রনি