
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ট্রাকসহ ফেনসিডিল আটক করায় আরএমপি দামকুড়া থানা পুলিশের ওসি মাহবুবুর রহমান ও কাশিয়াডাঙ্গা থানা ওসি মাসুদ পারভেজসহ উদ্ধার অভিযানের সকল পুলিশ সদস্যদের সম্মাননা পুরস্কার প্রদান করেছেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। বৃহস্পতিবার আরএমপি সদর দপ্তরে ভালো কাজের পুরস্কার হিসাবে এ সম্মাননা প্রদান করেন পুলিশ কমিশনার।
উল্লেখিত, কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ও দামকুড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ট্রাকসহ ৩৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার ও বহনকারী ট্রাক জব্দ করায় ভাল কাজের উৎসাহ প্রদানের লক্ষে উভয় থানার অফিসার ইনচার্জ ও অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান করেন আরএমপি কমিশনার।
সানশাইন/০৫ মার্চ/রনি