
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা থেকে ঘোষণাকৃত এ কমিটিতে সভাপতি পদে ঠাঁই পেয়েছেন নূর মোহাম্মদ সিয়াম এবং সাধারণ সম্পাদক পদে ঠাঁই পেয়েছেন সিরাজুম মবিন সবুজ।
কমিটিতে সহ-সভাপতি পদ পেয়েছেন আরেফিন পারভেজ বন্ধন ও মেহেদী হাসান রিমেল। কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে হাসান রেজা ও সাংগঠনিক সম্পাদক হিসেবে রাশিক দত্ত স্থান পেয়েছেন।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে ওইদিন কমিটি ঘোষণা না করেই ঢাকায় ফিরে যান কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ নেতারা। অবশেষে রোববার রাজশাহী মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হলো কেন্দ্র থেকেই।
সানশাইন/২৮ ফেব্রুয়ারি/রনি