
রাজশাহী বাগমারার তাহেরপুর পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং নবনির্বাচিত কাউন্সিলর গন।
২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এসময় ১মিনিট নিরবতা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ,
তাহেরপুর পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও কাউন্সিলর গনদের পুষ্পস্তবক অর্পণের পর পর্যায়ক্রমে তাহেরপুর পৌর ছাত্রলীগ,যুবলীগ, কৃষক লীগ সহ তাহেরপুর ডিগ্রী কলেজ,তাহেরপুর উচ্চ বিদ্যালয়,তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাহেরপুর রিভারভিউ বালিকা উচ্চবিদ্যালয়, তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্র,রাজু মেমোরিয়াল সহ ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন তাহেরপুর পৌরসভা মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর রহমান,
সহ-সভাপতি অধ্যক্ষ মুহাঃ তোফাজ্জল হোসেন,সহ সভাপতি আমজাদ হোসেন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুর রহমান বিপ্লব, শ্রী তাপস কুমার দাস পিন্টু,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক,মাহাবুবুল হক শাহী, পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক খন্দকার, সহ-দপ্তর সম্পাদক জাহিদ আকরাম,পৌর আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম। আরো উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের আহবায়ক আসাদুল ইসলাম আসাদ,পৌর যুব লীগের যুগ্ম আহবায়ক সোহেল রানা, কলেজ ছাত্র লীগ সভাপতি আমিরুজ্জামান মৃধা তুহিন,সাধারণ সম্পাদক কোরবান খাঁ।
পৌর ছাত্র লীগের সভাপতি সন্দীপ রায় টিংকু,পৌর কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার প্রামাণিক, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান,কৃষক লীগের সাবেক সভাপতি নুর মোহাম্মদ নুরু,১নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল খাঁ,২নং ওয়ার্ড আলম সরদার, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রী কার্তিক সাহা,৪নং ওয়ার্ড কাউন্সিলর মিন্টু পিয়াদা, ৫নং সমশের আলী, ৬নং কাউন্সিলর শিউলি বেগম,৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও সভাপতি মফিজ উদ্দিন মমিন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদ আলী, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রইচ উদ্দিন,২নং ওয়ার্ডের সভাপতি আজম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, ৩নং ওয়ার্ডের সভাপতি শ্রী শিবেন্দ্রনাথ প্রামাণিক,১,২,৩ সংরক্ষিত মহিলা কাউন্সিলর রিতা রানী,
৪,৫,৬নং ওয়ার্ডের কাউন্সিলর নাসিমা বেগম, ৭,৮,৯ ওয়ার্ডের শামীম আরা বিউটি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহেরপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক গৌতম কুমার সরকার,প্রভাষক মাসুদ রানা, তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান,রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান মীর স্বপন,তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হাফিজুর রহমান,সহকারী শিক্ষিকা নাদিরা আক্তার বানু সহ এলাকার সর্বস্তরের জনসাধারন।