
স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পে তিনব্যাপি কোভিড ১৯ ব্যবস্থাপনা কোভিড আক্রান্ত রোগীদের সেবা প্রদান বিষয়ে স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি ( জাইকা)’র আর্থিক সহযোগিতায় মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেমতলী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তালেব প্রমুখ।
প্রশিক্ষণে স্বাস্থ্যকর্মী, সেবিকা ও কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগণ,প্রতি ব্যাচে ৪০ জন করে মোট ১২০ অংশ গ্রহন করে। প্রশিক্ষণটি পরিচালনা করেন, উপজেলা ডেভেলমেন্ট ফ্যাসিলেটেটর(ইউডিএফ) কর্মকর্তা শাহ মহম্মদ জাকীউল বারী। বক্তারা বলেন, কোভিড১৯ প্রতিরোধে স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে পারলেই কোভিড নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
সানশাইন/১৬ ফেব্রুয়ারি/রনি