
স্টাফ রিপোর্টার : সিট দখল নিয়ে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিলের ঘটনা ঘটেছে।
সোমবার রাত এগারোটার দিকে নুরুন্নবি হোস্টেলে রামেক ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে আধিপত্যের জের ধরে এ ঘটনা ঘটে। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
নগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে কিছুটা ঝামেলা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পরিস্থিতি যেন বেগতিক না হয় এ কারণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
সানশাইন/১৬ ফেব্রুয়ারি/রনি