
স্টাফ রিপোর্টার, রাবি : করোনা সংক্রমণ রোধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় টুকিটাকি চত্বরে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ।
রাজশাহী ইউনিভার্সিটি ‘ল’ অ্যালমনাই এসোসিয়েশনের (রুলা) সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করে বিভাগটি।
জানতে চাইলে আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান বলেন, জনজীবনে স্বাভাবিকতা আসলেও স্বাস্থ্যবিধিতে গুরুত্বের অভাবটা চোখে পড়ার মত। ঘরের বাইরে বের হলে মাস্ক ছাড়া দেখা যাচ্ছে অনেককে। ফলে শিক্ষার্থীদের দিতে রুলা সভাপতি অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথীর পক্ষ থেকে আইন বিভাগকে ১ হাজার মাস্ক উপহার দেয়া হয়। এজন্য রুলা সভাপতিকে এমন মানবহিতৈষী কাজের জন্য বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।
গত ৭ ফেব্রুয়ারি বিভাগের শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচী শুরু করে বিভাগটি।
সানশাইন/১৫ ফেব্রুয়ারি/রনি