
স্টাফ রিপোর্টার : জনতা ব্যাংক লি: এর ‘রাজশাহী বিভাগীয় ব্যস্থাপক সম্মেলন ২০২১’ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমীতে শুক্রবার আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির এমডি এবং সিইও বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছালাম আজাদ।
সম্মেলনে রাজশাহী বিভাগের ২০২০ সালের ব্যবসায়িক তথ্য উপস্থাপন করেন সম্মেলনের সভাপতি ও ব্যাংকটির বিভাগীয় জেনারেল ম্যানেজার মো: সাখাওয়াত হোসেন। সম্মেলনে রাজশাহী বিভাগে অবস্থিত জনতা ব্যাংকের ১৪৮টি শাখার ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মলনে জানানো হয়, করোনা মহামারির মধ্যও জনতা ব্যাংকের রাজশাহী বিভাগের শাখাসমূহ ২০২০ সালে ৮২.১৫ কোটি টাকা মুনাফা অর্জন করেছে। এসময়ের মধ্যে ঋণ বিতরণ করা হয় ১,৯১৭.১৫ কোটি টাকা। ৪০৭ জন নারী উদ্যোক্তাদের মাঝে ৫.০৩ কোটি টাকা ঋণ দেয়া হয়। ব্যাংটির ২০২০ সালে রাজশাহী বিভাগকে দেয়া নির্ধারিত লক্ষমাত্রা ছাড়িয়ে গেছে। বিভাগীয় শাখা সমূহের আয় দেখান হয়েছে ২৫৬.৬৩ কোটি টাকা এবং ব্যয় হয়েছে ১৭৪.৪৮ কোটি টাকা। ২০১৯ সালে ৫টি লোকসানী শাখা থাকলেও ২০২০ সালে লোকসানী শাখা কমে হয়েছে ৩টি। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সরকারের নেয়া উদ্যোগের সাথে তাল মিলিয়ে জনতা ব্যাংক তার গ্রাহকদের সেবা নিশ্চিত করতে ব্যাংকটিতে ডিজিটাল ও অনলাইন সেবা চালু করেছে।
সানশাইন/১২ ফেব্রুয়ারি/রনি