
স্টাফ রিপোর্টার : পুলিশের সন্তানরা তাদের মেধার মাধ্যমে সু-প্রতিষ্ঠিত হয়ে শুধু নিজেদেরই নয়, এই বাহিনীর সুনাম বৃদ্ধি করছে বলে মন্তব্য করেছেন রাজশাহীর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন।
সোমবার রাজশাহীতে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি অনুষ্ঠানে যোগ দিয়ে ডিআইজি বলেন, এক সময় পুলিশের সন্তানরা তাদের পুলিশ সন্তান হিসেবে পরিচয় দিতে দ্বিধা বোধ করতো। কিন্ত বর্তমানে পুলিশের দক্ষতা, মান উন্নয়নের কারণে এই বাহিনী এখন এক মর্যাদার আসনে রয়েছে। সবাই পুলিশ পরিবারের সদস্য হিসেবে গর্ব করতে পারে। তাই পুলিশ সন্তানদেরও তাদের মেধা ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে এই পুলিশ পরিবারের গর্বিত সন্তান হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন ডিআইজি আব্দুল বাতেন।
মেধাবৃত্তি অনুষ্ঠানে পুলিশ সদস্যের ৫২ জন মেধাবী সন্তানকে সম্মাননা পদক ও আর্থিক সম্মানী প্রদান করা হয়।
সানশাইন/০৮ ফেব্রুয়ারি/রনি