
সানশাইন ডেস্ক : করোনার টিকার নিবন্ধন করতে মোবাইল অপারেটরদের ব্যবহারের প্রস্তাব দিয়েছে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।
রোববার(৭ ফেব্রুয়ারি) থেকে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত অনলাইনে নিবন্ধনকারীর সংখ্যা অনেক কম। তাই করোনার টিকা নিবন্ধন করতে ভ্যালু অ্যাডেড সার্ভিস প্রোভাইডার ও মোবাইল ফোন অপারেটরদের মাধ্যমে নিবন্ধন করতে সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।
শনিবার (৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, ‘দেশের প্রায় প্রত্যেকেরই মুঠোফোন রয়েছে। আর তাদের ব্যবহৃত মোবাইল সংযোগটি বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত। প্রত্যেক নাগরিকের ও ব্যবহারকারী সব তথ্য নির্বাচন কমিশন ও মোবাইলফোন অপারেটরদের কাছে সংরক্ষিত রয়েছে। তাই তাদের মাধ্যমে দ্রুত টিকা সম্পর্কে অবগত ও নিবন্ধন করতে আগ্রহীদের নিবন্ধন করানো সম্ভব।’
সানশাইন/০৬ ফেব্রুয়ারি/রনি