
স্টাফ রিপোর্টার : ‘মুজিব বর্ষের অঙ্গিকার ঘরে ঘরে গ্রন্থাগার’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২১ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিভাগীয় সরকারী গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামারুজ্জামান।
প্রধান বক্তা ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স ও লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. পার্থ বিপ্লব রায়, বিশেষ অতিথির আলোচনা করেন ইনস্টিটিউট ফর লাইব্রেরি এন্ড ইনফরমেশন স্টাডিজ (ইলিস) চেয়ারম্যান ও বাংলাদেশ গ্রন্থাগার সমিতির রাজশাহী বিভাগীয় কাউন্সিলর আব্দুল্লাহ আল বশির।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী পাবলিক লাইব্রেরির সহকারী লাইব্রেরিয়ান সাজিয়া আফরিন লিমা।
সানশাইন/০৫ ফেব্রুয়ারি/রনি