Daily Sunshine

চূড়ান্ত পরীক্ষা নেওয়ার আশ্বাস রাবি উপাচার্যের

Share

স্টাফ রিপোর্টার , রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। তবে পরীক্ষা নেওয়ার বিষয়টি শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগের সভাপতিকে জানাতে বলেছেন তিনি। এক্ষেত্রে বিভাগের একাডেমিক কমিটি পরীক্ষা নেওয়ার অনুমতি চাইলে উপাচার্য অনুমতি দিবেন। এছাড়া আবাসিক হল খুলে পরীক্ষা নেওয়ার বিষয়ে তিনি সম্মতি দেয় নি।

সোমবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে সাক্ষাৎ শেষে প্রশাসনের এমন সিদ্ধান্তের কথা জানান ২০১৬-১৭ সেশনের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন মানিক।

তিনি বলেন, গতকাল (রোববার) মানববন্ধন শেষে আমাদের চুড়ান্ত পরীক্ষার বিষয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করি। সেদিন স্যার ব্যস্ততার কারনে সাক্ষাৎ না করায় আজ দুপুরে আমাদের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি আমাদের চুড়ান্ত পরীক্ষা নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন। তবে হল খুলে পরীক্ষা নেওয়ার বিষয়ে সম্মতি দেননি।

তথ্যটি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান বলেন, বিভাগের একাডেমিক কমিটি যদি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়। পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত সুপারিশ করে। তাহলে প্রশাসন পরীক্ষা নেওয়ার অনুমতি দিবেন। তবে হল খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে সাক্ষাৎকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী এম. জাকারিয়া, সহকারী প্রক্টর অধ্যাপক সেলিম রেজা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাহমুদ সাকী ও জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ শরিফসহ আরও কয়েকজন শিক্ষার্থী।

এর আগে চুড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণাসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীরা। এসময় ৪ ফেব্রুয়ারীর মধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা না করলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো- ২০১৬-১৭ সেশনের চূড়ান্ত পরীক্ষা আগামী ৩১ মার্চের মধ্যে সম্পন্ন করা, পরীক্ষার আগে স্বাস্থ্যবিধি মেনে হল খুলে দেয়া এবং করোনাকালীন হলসহ অন্যান্য অতিরিক্ত ফি মওকুফ করা।

 

সানশাইন/০১ ফেব্রুয়ারি/রনি

ফেব্রুয়ারি ০১
১৯:০৫ ২০২১

আরও খবর

বিশেষ সংবাদ

প্রাণ ফিরে পাচ্ছে রাবির টুকিটাকি চত্বর

প্রাণ ফিরে পাচ্ছে রাবির টুকিটাকি চত্বর

স্টাফ রিপোর্টার ,রাবি: টুকিটাকি চত্বর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিরপরিচিত একটি চত্বর। প্রায় ৩৫ বছর আগে বিশ্ববিদ্যালয়টির লাইব্রেরি চত্বরে ‘টুকিটাকি’ নামের ছোট্ট একটি দোকান চালু হয়। খুব অল্প সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখে মুখে টুকিটাকি নামটি ছড়িয়ে পড়ে। দোকানটি ভীষণ জনপ্রিয়তা পায়। ফলে সবার অজান্তেই একসময় লাইব্রেরি চত্বরটির নাম হয়ে যায়

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

আসছে ৫৫ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

আসছে ৫৫ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

সানশাইন ডেস্ক : মান্থলি পেমেন্ট অর্ডারভুক্ত (এমপিও) শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেলে চলতি মাসেই গণবিজ্ঞপ্তি জারি করতে পারে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, সারা দেশের এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫৭ হাজার ৩৬০টি শূন্য পদের তালিকা

বিস্তারিত