
স্টাফ রিপোর্টার , রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। তবে পরীক্ষা নেওয়ার বিষয়টি শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগের সভাপতিকে জানাতে বলেছেন তিনি। এক্ষেত্রে বিভাগের একাডেমিক কমিটি পরীক্ষা নেওয়ার অনুমতি চাইলে উপাচার্য অনুমতি দিবেন। এছাড়া আবাসিক হল খুলে পরীক্ষা নেওয়ার বিষয়ে তিনি সম্মতি দেয় নি।
সোমবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে সাক্ষাৎ শেষে প্রশাসনের এমন সিদ্ধান্তের কথা জানান ২০১৬-১৭ সেশনের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন মানিক।
তিনি বলেন, গতকাল (রোববার) মানববন্ধন শেষে আমাদের চুড়ান্ত পরীক্ষার বিষয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করি। সেদিন স্যার ব্যস্ততার কারনে সাক্ষাৎ না করায় আজ দুপুরে আমাদের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি আমাদের চুড়ান্ত পরীক্ষা নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন। তবে হল খুলে পরীক্ষা নেওয়ার বিষয়ে সম্মতি দেননি।
তথ্যটি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান বলেন, বিভাগের একাডেমিক কমিটি যদি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়। পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত সুপারিশ করে। তাহলে প্রশাসন পরীক্ষা নেওয়ার অনুমতি দিবেন। তবে হল খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে সাক্ষাৎকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী এম. জাকারিয়া, সহকারী প্রক্টর অধ্যাপক সেলিম রেজা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাহমুদ সাকী ও জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ শরিফসহ আরও কয়েকজন শিক্ষার্থী।
এর আগে চুড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণাসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীরা। এসময় ৪ ফেব্রুয়ারীর মধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা না করলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো- ২০১৬-১৭ সেশনের চূড়ান্ত পরীক্ষা আগামী ৩১ মার্চের মধ্যে সম্পন্ন করা, পরীক্ষার আগে স্বাস্থ্যবিধি মেনে হল খুলে দেয়া এবং করোনাকালীন হলসহ অন্যান্য অতিরিক্ত ফি মওকুফ করা।
সানশাইন/০১ ফেব্রুয়ারি/রনি