স্টাফ রিপোর্টার : রাজশাহীতে স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় ও দুস্থ আদিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে মহানগরীর বড়বনগ্রাম চকপাড়া এলাকায় বসবাসরত আদিবাসীদের মাঝে এসব শীতবস্ত্র করেন সংগঠনটির সদস্যরা।
এসময় সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট আলী বলেন, প্রতি বছরের মতো এ বছরও গরীব, অসহায় শীতার্তদের কথা চিন্তা করে নগরের বিভিন্ন জায়গায় শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। অসহায় মানুষ যেন শীতবস্ত্রের মাধ্যমে সামান্য উষ্ণতায় শীতকে মোকাবিলা করতে পারে; এজন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
শীতবস্ত্র বিতরণকালে সামাজিক কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল কবীর, সদস্য শরিফুল ইসলাম চঞ্চল, ফাহিম হাসান সেতু, মো রায়হান সরকার, নার্সিং অফিসার রাফাত জামান সৈকতসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সানশাইন/৩০ জানুয়ারি/রনি