
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পুলিশের নিয়মিত অভিযানে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার থেকে শুরু করে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) ৪২ ও জেলা পুলিশ ১৮ জনকে গ্রেপ্তার করেছে।
মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, তাদের ১১ থানা পুলিশ নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৪১ ও ডিবি পুলিশ ১ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৯ জন, রাজপাড়া থানা ৫ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ৪ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ২ জন, শাহমখদুম থানা ৩ জন, পবা থানা ৫ জন, কাশিয়াডাঙ্গা থানা ৬ জন, কর্ণহার থানা ১ও দামকুড়া থানা পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। যার মধ্যে ২১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে জেলা পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, তাদের ৬ থানা পুলিশ অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে । এদের মধ্যে গোদাগাড়ী মডেল থানা ১ জন, বাগমারা থানা ৪ জন, দুর্গাপুর থানা ২ জন, পুঠিয়া থানা ৭ জন, চারঘাট মডেল থানা ৩ জন ও বাঘা থানা পুলিশ ১ জনকে গ্রেপ্তার করেছে। যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ৬ জনকে মাদকদ্রব্যসহ ও ৩ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়।
পুলিশের এই দুই কর্মকর্তা জানান, অভিযানকালে বেশ কিছু পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।
সানশাইন/২৮ জানুয়ারি/রনি