
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ২০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বোয়ালিয়া মডেল থানা পুলিশ নগরীর শিরোইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তির নাম এমদাদুল হক (২৪)। তার বাড়ি গোদাগাড়ী উপজেলার মোল্লাপাড়া তাজেন্দ্রপুর এলাকায়। তার বাবার নাম মজিবুল হক এবং মায়ের নাম জরিনা বেগম।
বোয়ালিয়া মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বাস টার্মিনালের একটি খাবারের হোটেল পাশে থেকে এমদাদুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে একটি ট্রাভেল ব্যাগ পাওয়া যায়। সেই ব্যাগের হাতলের ভিতরের স্পন্স কেটে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এর আনুমানিক মূল্য বিশ লক্ষ টাকা। এমদাদুল গোদাগাড়ী থেকে যাত্রীর ছন্দবেশে হেরোইন নিয়ে ঢাকায় যাচ্ছিলেন।
পুলিশ আরও জানান, এই ঘটনায় এমদাদুলের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে।
সানশাইন/২৮ জানুয়ারি/রনি