স্টাফ রিপোর্টার : রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে রাজশাহীতে দেশটির ৭২তম গণতন্ত্র দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের চ্যান্সেরী প্রাঙ্গনে দিবসটি উদযাপন করা হয়।
সকালে সেখানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি। পরে গণতন্ত্র দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভারতের রাষ্ট্রপতির ভাষণ পড়ে শোনান তিনি।
অনুষ্ঠানে রাজশাহীতে অবস্থানরত ভারতীয় নাগরিক, বিভিন্ন মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ভারতীয় শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।
সানশাইন/২৬ জানুয়ারি/রনি