
স্টাফ রিপোর্টার, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিনজন শিক্ষককে বেনামী চিঠিতে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রোববার বিকেলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স এন্ড টেকনােলজি বিভাগের অধ্যাপক ড. মু. আলী আসগর, ভূতত্ত্ব ও খণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. সুলতানুল ইসলাম টিপু ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে সম্প্রতি অজ্ঞাত মহল থেকে বেনামী চিঠিতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এতে তাঁরা ভীতসন্ত্রস্ত জীবনযাপন করছেন। এভাবে দেশের দ্বিতীয় বৃহত্তম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রাণনাশের হুমকি দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করছে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তিনজন শিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়ায় উক্ত শিক্ষকবৃন্দ ছাড়াও আমরা গভীর উদ্বেগের সঙ্গে দিন কাটাচ্ছি। হুমকিপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে কেউ কেউ আইনের আশ্রয় নিয়েছেন। তাঁদের পরিবারও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।’
শিক্ষক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিষয়টি তদন্ত করে হুমকিদাতাদের চিহ্নিত করা ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এর আগে গত বছরের ৭ ডিসেম্বর এবং ২৫ ডিসেম্বর দুই দফায় অধ্যাপক মু. আলী আসগরকে এবং ১৭ ডিসেম্বর অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুনকে উড়ো চিঠিতে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীরা নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এছাড়া গত ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সামনে নিজের পার্কিং করা গাড়ির নম্বর গোপনে কিছু বহিরাগত মোবাইলে ধারণ করার ঘটনায় হামলার শঙ্কায় মতিহার থানায় জিডি করেন অধ্যাপক সুলতানুল ইসলাম টিপু।
সানশাইন/১৭ জানুয়ারি/রনি