
স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ১৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বিভাগের রাজশাহীতে ছয়জন, নাটোরে চারজন, বগুড়ায় দুইজন, সিরাজগঞ্জে দুইজন এবং পাবনায় চারজন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে ৪৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে রাজশাহীর সাতজন, নাটোরে তিনজন, জয়পুরহাটে চারজন এবং বগুড়ায় ৩১ জন সুস্থ হয়েছেন।
বৃহস্পতিবার বিভাগে করোনায় নতুন কারও মৃত্যু হয়নি। বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৭৯ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৮৭২ জন।
এদের মধ্যে ২২ হাজার ৯০৯ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯০৮ জন কোভিড-১৯ রোগী।
সানশাইন/১৫ জানুয়ারি/রনি