
ষ্টাফ রিপোর্টার, বাগমারা: আসন্ন আগামী ১৬ জানুয়ারী ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আব্দুল মালেকের পক্ষে গণসংযোগ ও পথসভা করেছেন বাগমারা সচেতন নাগিরিক সমাজের নেতৃবৃন্দরা।
বুধবার বিকেলে সচেতন নাগরিক সমাজের সভাপতি অধ্যক্ষ এমএম মাহাবুর রহমানের নেতৃত্বে নাগরিক সমাজের সদস্যরা ভবানীগঞ্জ পৌরসভার বিভিন্ন মহল্লায় মহল্লায় গণসংযোগ করেন পরে বিকেলে বাজারের গুরুত্বপূর্ন মোড়ে গণসংযোগ ও ভবানীগঞ্জ জিরো পয়েন্টে একপথভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন সজেতন নাগরিক সমাজের সাধারন সম্পাদক অধ্যক্ষ জিয়াউর রহমান মোল্লা, অধ্যক্ষ আসাদুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল আজিজ সহ শিক্ষক আমজাদ হোসেন, ব্যবসায়ী জাহিদুল ইসলাম বুলেট সহ সচেতন নাগরিক সমাজের সদস্যবৃন্দ। নেতৃবৃন্দরা আসন্ন আগামী ১৬ জানুয়ারী মেয়র আব্দুল মালেকের পক্ষে তার নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, তৃতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত হওয়া ভবানীগঞ্জ পৌরসভার রাস্তাঘাট বিদ্যুত পৌরভবন সহ সার্বিক যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে । উন্নয়নের এই অগ্রযাত্রাকে ধরে রেখে ভবানীগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রুপান্তরের জন্য নৌকা প্রতীকের কোন বিকল্প নেই। তাই দলমত নির্বিশেষে সকলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আব্দুল মালেক মন্ডলের বিজয়কে সুনিশ্চিত করতে উদাত্ত আহবান জানান সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দরা।
সানশাইন/১৩ জানুয়ারী/ রোজি