
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এবার ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে ছাত্র ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় চত্বরে সামাজিক দুরুত্ব বজায় রেখে লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথের সভাপতিত্বে ভর্তি কার্য সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী, দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার অশোক কুমার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, ক্রীড়া শিক্ষক আবু আরিফ রুবেল, আব্দুল মতিন, নজরুল ইসলাম, শিক্ষার্থী-অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে আবেদন জমা পড়ে ২২৪টি। লটারির মাধ্যমে ভর্তি নেয়া হয়েছে ১১০ জন শিক্ষার্থীকে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কৌটায় ২ জন প্রতিবন্ধী কৌটায় ২ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। সপ্তম শ্রেণীতে ৩৯টি আবেদন জমা পড়লেও লটারিতে মাত্র ৯ জন শিক্ষার্থীকে ভর্তি নেয়া হয়েছে।
সানশাইন/১১ জানুয়ারী/ রোজি
জানুয়ারি ১১
১৯:০৫
২০২১