Daily Sunshine

সিনেমায় পা রাখলেন ইরফান পাঠান

Share

সানশাইন ডেস্ক : ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার সিনেমায় পা রেখেছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান। অভিনেতা হিসেবে তার প্রথম ঝলক গতকাল প্রকাশ্যে এসেছে। ছবির নাম ‘কোবরা’। এই তামিল ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন দক্ষিণী নায়ক বিক্রম। ছবির পরিচালক অজয় গাঁনামুথু।

ছবির টিজার মুক্তির সঙ্গে সঙ্গেই ইরফানের অনুরাগীরা ব্যাপক হারে ইন্টারনেটে শেয়ার করেছেন সেটি। ছবিতে সাবেক ক্রিকেটার অভিনয় করেছেন আসলান ইলমাজ নামে এক ইন্টারপোল অফিসারের ভূমিকায়। যিনি খুঁজে বেড়াচ্ছেন ‘কোবরা’-কে।

এই কোবরা প্রতিভাবান এক গণিতজ্ঞ। পাশাপাশি সে আবার বহুরূপীও। কোবরার ভূমিকায় দেখা যাবে বিক্রমকে। ভারতীয় মিডিয়া বলছে, ছবিতে নাকি কমবেশি ২০ রকমের চেহারায় দেখা যাবে বিক্রমকে। মুখোশের আড়ালে থাকা কোবরাকে কি ধরতে পারবে আসলান রূপি ইরফান পাঠান।

 

সানশাইন/১০ জানুয়ারি/রনি

জানুয়ারি ১০
১২:১৭ ২০২১

আরও খবর

বিশেষ সংবাদ

কবর খুঁড়তেই দেখা গেল আরবি হরফের ছাপ!

কবর খুঁড়তেই দেখা গেল আরবি হরফের ছাপ!

অবিশ্বাস্য হলেও সত্য, এক মৃত ব্যক্তির কবর খোরার সময় আরবি অক্ষর লেখা বের হয়েছে কবরে দুই পাশের মাটিতে। কবরের দুই পাঁজরের পাশে বিসমিল্লাহ, সুরা ইয়াছিন অক্ষরের কিছু অংশ এবং পূর্ব পাশে রয়েছে মীম হা মীম দাল (মোহাম্মদ) নাম। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় এই অলৌকিক ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

৪১ও ৪২তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

৪১ও ৪২তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

সানশাইন ডেস্ক : ৪১তম বিসিএসের প্রিলিমিনারি এবং ৪২তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১৯ মার্চ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে হবে। তার আগে আগামী ২৬ ফেব্রুয়ারি বিকাল ৩টা

বিস্তারিত