
স্টাফ রিপোর্টার : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়েছে, নতুন করে ১৬ জনের মৃত্য হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৩৪ জনে।
অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৮৫ জন। সবমিলিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা এখন পাঁচ লাখ ২০ হাজার ৬৯০ জন।
সানশাইন/০৮ জানুয়ারি/রনি