
সানশাইন ডেস্ক : কনকনে শীত উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো খোলার দাবিতে অবস্থান চালিয়ে যাচ্ছেন কয়েকজন শিক্ষার্থী।
মূলত হল খুলে দিয়ে অনার্স শেষবর্ষ ও মাস্টার্সের পরীক্ষা নেওয়ার দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। গত বুধবার দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ঢাবির ইংরেজি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী শাকিল রেজা জানান, লকডাউনের সময় যখন অনলাইনে ক্লাস শুরু হয় তখন শিক্ষকরা আমাদের বলেছিলেন আমরা শুধু যোগাযোগ রক্ষা, খোঁজ-খবর নেওয়ার জন্য অনলাইন ক্লাস শুরু করেছি। কিন্তু ক্লাসে কতজন অংশগ্রহণ করতে পেরেছে? এরই মাঝে হঠাৎ করে পরীক্ষার ঘোষণা। অনার্স শেষবর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের যাদের চাকরির দায়বদ্ধতা আছে, পারিবারিক দায়বদ্ধতা আছে তাদের জন্য খুবই আনন্দের সংবাদ। আমরা এরকম সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।
তবে প্রশাসন আবাসিক হলগুলো না খুলে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তটি খুবই অন্যায় ও অযৌক্তিক। তাই আমরা হল খুলে, মেকাপ ক্লাস দিয়ে পরীক্ষা নেওয়ার দাবিতে উপাচার্য বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে যাচ্ছি।
তিনি আরও বলেন, ‘আমাদের দাবি আদায় না হলে আমরা আল্টিমেটাম দিয়ে হলে ওঠার কর্মসূচি হাতে নেব।’
সানশাইন/২৪ ডিসেম্বর/রনি