
স্টাফ রিপোর্টার, বাগাতিপাড়া : ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়ায় ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ উদযাপিত হয়েছে। শনিবার সকালে উপজেলা গেট সংলগ্ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিবসটি উপলক্ষে সেমিনার, পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার প্রিয়াংকা দেবী পাল’র সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষক আরশাদ আলী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুুল ইসলাম গকুল বক্তৃতায় বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ শুধু আওয়ামী লীগের নয়, ১৭ কোটি মানুষের। ঘরে ঘরে প্রতিটি মানুষ ভোগ করছে ডিজিটাল বাংলাদেশের সুবিধা। ডিজিটাল প্রযুক্তি কল্যাণে দেশের জনগণ করোনা মহামারিতেও সংযুক্ত থাকতে পেরেছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আদালত, সরবরাহ ব্যবস্থা এমনকি বিচারিক কাজ সচল রাখা সম্ভব হয়েছে’।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহাদ আলী, তমালতলা কৃষি ও কারিগরি কলেজের অধ্যক্ষ পরিমল কুমার কুন্ডু, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম ঠান্ডু ও সহকারী প্রোগ্রামার শফিকুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার মমরেজ আলী, উপজেলা মৎস অফিসার বাবুল হোসেন, মডেল থানার ওসি নাজমুল হক, উপজেলা শিক্ষা অফিসার (ভারঃ) আশরাফুল ইসলাম মন্ডল, বাগাতিপাড়া প্রেসক্লাবে’র সভাপতি অধ্যক্ষ সাজেদুর রহমান, ”ক্যাব” উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তপু সহ উপজেলার স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকগণ উপস্থিত ছিলেন।
ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ এর লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরে বিষয় ভিত্তিক রচনা, উপস্থিত বক্তৃতা, প্রকল্প উপস্থাপন, সভা-সেমিনার, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৪৬ জন শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
সানশাইন/১২ ডিসেম্বর/রনি